মেসিকে পিএসজির গার্ড অব অনার News News Desk প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩ অনলাইন ডেস্ক : সপ্তাহ দুয়েক আগে ফ্রান্সকে কাঁদিয়েছিলেন লিওনেল মেসি। তাদের স্বপ্ন ভঙ্গ করে অধরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করেছিলেন, আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন তৃতীয়বার বিশ্বজয়ের আনন্দ। দেশে সতীর্থদের নিয়ে সেই আনন্দ-উদযাপন শেষে প্রথমবার ফ্রান্সে ফিরলেন মেসি। এবার প্যারিসে, ক্লাব পিএসজিতে ফেরাটা তার তার জন্য ভিন্ন রকমের। বিশ্বচ্যাম্পিয়ন মেসিকে সাদরে বরণ করে নেওয়া হয়েছে ক্লাবে। পিএসজি কমপ্লেক্সে দু’পাশে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে পিএসজির সবাই গার্ড অব অনার দিয়েছেন তাকে। বিশ্বজয়ী তারকার হাতে পিএসজির পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে স্মারক সম্মাননা। উদ্ভাসিত মেসি আলোড়িত হয়েছেন সেই সংবর্ধনায়। তবে মেসিকে এমন অনাড়ম্বর সম্ভাষণে খুশি হতে পারেননি সমর্থকরা। যোগযোগমাধ্যমে মেসিকে বরণ করে নেওয়ার মুহূর্তগুলো ভিডিও আকারে প্রকাশ করেছে পিএসজি। তাতে ক্লাবকে উদ্দেশ্য করে ভর্ৎসনাও আছে। তাদের দাবি, পিএসজির উচিত ছিল বিশ্বচ্যাম্পিয়ন কিংবদন্তিকে আরও বিশেষ কিছু করে আমন্ত্রন জানানো। ভক্তরা ভুল বলেননি। ভিডিও বানানো, সবাই মিলে গার্ড অব অনার ও সম্মাননা স্মারক দিলেও এর চেয়েও অনেক বেশি কিছু করা যেত মেসির জন্য। মেসি বিমানবন্দর থেকে একাই গাড়ি করে এসেছেন ক্লাবে। নেভি ব্লু জ্যাকেট ও কালো টি-শার্ট-প্যান্ট পরিহিত মেসি নিজেই তিনটি ছোট ব্যাগ হাতে ক্লাবের অনুশীলন ফ্যাসিলিটিতে আসেন। সেখানে নেইমার, ভেরাত্তিসহ উপস্থিত ফুটবলাররা অভিনন্দন জানান মেসিকে। এরপর ক্লাবের সবাই মিলে অনুশীলন মাঠে মেসিকে রোল অব অনার ও সম্মাননা স্মারক দেন। অথচ এইটুকুর সঙ্গে স্টেডিয়ামভর্তি সমর্থকদের সামনে মেসিকে শুভেচ্ছা জানানোর ব্যবস্থা তো করতেই পারত পিএসজি। মেসিকে বরণ করে নিতে পুরো দলকেও রাখতে পারেনি পিএসজি। রবিবার লঁসের কাছে হারের পর মঙ্গলবার দলের অনেক ফুটবলারকেই ছুটি দেওয়া হয়। তাই তারা ক্লাবের অনুশীলন ফ্যাসিলিটিতে ছিলেন না। এদের মধ্যে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল প্রতিপক্ষ ফ্রান্সের হ্যাটট্রিকম্যান কিলিয়ান এমবাপ্পে, মরক্কোর নায়ক আশরাফ হাকিমিও আছেন। দুজনেই ছুটি কাটাতে নিউইয়র্কে চলে গেছেন। ১১ জানুয়ারির আগেই ফিরবেন তারা। ওই দিন লিগ ওয়ানে অজিয়ারের সঙ্গে ম্যাচ পিএসজির। তার আগে অবশ্য শুক্রবার ফ্রেঞ্চ কাপে ম্যাচ আছে প্যারিসিয়ানদের, যাতে খেলবেন মেসি। কিংবদন্তি ইমেজ পাওয়ার পর সম্ভবত সেরা সময়টা কাটিয়েছেন মেসি। নিজের দেশে একদম ছোটবেলার সময়ে ফিরে গিয়েছিলেন। দুই সপ্তাহ নিজের মতো করে পরিবারের সঙ্গে কাটাতে পেরেছেন সর্বজয়ী মেসি। বড়দিন ও নববর্ষ পালন করেছেন নিজ শহর রোজারিওতে। কিছুদিন আগে সামাজিক যোগযোগমাধ্যমে আসা একটি ভিডিওতে দেখা যায় তার ভাতিজির বিয়েতে নাচছিলেন মেসি। বিয়েবাড়িতে সাধারণ সমর্থকদের ভিড়ে মিশে গিয়েছেন কোনো বাছ-বিচার না করে। নিজেদের অনুষ্ঠানে থাকার বাইরে শহরে বেশি দেখা যায়নি মেসিকে। মেসির শহরের পাশের শহর ফুনেসের মেয়র কাতারে বিশ্বকাপ জয়ের সম্মান হিসেবে মেসিকে শহরের সবচেয়ে উজ্জ্বল নাগরিকের সম্মানে ভূষিত করেন। সেই সম্মান গ্রহণের সময় নিজের বাসায় করা এক ভিডিও বার্তায় আর্জেন্টিনা সমর্থকদের মেসি একই সঙ্গে ধন্যবাদ ও দুঃখ প্রকাশ করেন, ‘ফুনেস এবং রোজারিওর সব নাগরিককে এবং দেশের সবাইকে আমি ভালোবাসা জানাই। ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। একই সঙ্গে আমাকে ক্ষমা করবেন কারণ সবার সঙ্গে দেখা করা একরকম অসম্ভব তাই আমি খুব একটা বাইরে আসছি না। আর্জেন্টিনার পর্ব সেরে এবার মেসির ফ্রান্সে উদযাপনের পালা। লঁসের কাছে গত রাউন্ডে হারের পর লিগ শীর্ষে ব্যবধানটা কমেছে পিএসজির। সেই অবস্থান থেকে দলকে ভালো সময়ে ফেরাতে চাইবেন বিশ্বজয়ী তারকা। সঙ্গে তার পিএসজিতে আরও এক বছর চুক্তি বাড়ানোর খবরও উঠছে। আর সেটা একদম ফেলে দেওয়াও যাচ্ছে না। এই সপ্তাহেই মেসির ২০২৪-এর জুন পর্যন্ত পিএসজিতে থাকার সংবাদ চলে আসতেই পারে। এদিকে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি ব্যাপক সমর্থন দেওয়ায় বাংলাদেশকে আবারও ধন্যবাদ দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। আনুষ্ঠানিক ধন্যবাদ দিতে সোমবার আর্জেন্টিনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল লিয়ান্দ্রো গাবারদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন এএফএর প্রেসিডেন্ট ক্লডিও তাপিও। গাবারদির মাধ্যমে বাংলাদেশের ভক্তদের আর্জেন্টিনা জাতীয় দল ও অ্যাসোসিয়েশনের ধন্যবাদ পৌঁছে দেন এএফএ প্রধান। গাবারদি এক বিবৃতিতে জানান, ‘বিশ্বকাপ চলাকালে ঢাকা এবং অন্যান্য শহরে ভালোবাসামাখা সমর্থনের জন্য জাতীয় দলের পক্ষ থেকে বাংলাদেশের সব মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্লদিও তাপিয়া। বাংলাদেশে আর্জেন্টিনা দলের প্রতি এই অকুণ্ঠ সমর্থন শুধু মেসিদের দেশেই নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রচার হয়েছে। গত ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়ে চিঠিও পাঠান। সূত্র : দেশ রূপান্তর SHARES আন্তর্জাতিক বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড