যুক্তরাষ্ট্রে এক বাড়িতে মিললো পাঁচ শিশুসহ আটজনের মরদেহ News News Desk প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩ অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের সল্টলেক সিটির ২৪৫ মাইল দক্ষিণে অবস্থিত ছোট শহর ইনোচের একটি বাড়ি থেকে পাঁচ অপ্রাপ্তবয়স্ক শিশুসহ এক পরিবারের ৮ সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ জানুয়ারি) শহরটির কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। এক বিবৃতিতে শহরটির পুলিশ জানায়, ৮ হাজার লোকের ইনোচ শহরে সামাজিক তল্লাশি তৎপরতা কার্যক্রম চালাচ্ছিল পুলিশ। এসময় ওই বাড়িটিতে গেলে পাঁচ শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক লোকের লাশ খুঁজে পায়। নিহত প্রত্যেকের দেহে গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলেও পুলিশের বিবৃতিতে জানানো হয়। ইনাক শহরের ব্যবস্থাপক রব ডটসন বলেন, দীর্ঘ সময় পরিবারটির কারও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে পুলিশ এসে ঐ ৮ জনের মৃতদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন, তাদের মৃত্যুর খবরে আমরা সবাই একটু আশ্চর্যই হয়েছি। কারণ এই পরিবারটি সবার পরিচিত ও কমিউনিটির মানুষের সাথে তাদের সুসম্পর্ক ছিল। এ বিষয়ে জনসাধারণের প্রতি কোনো হুমকি বা সুনির্দিষ্টভাবে কোনো সন্দেহভাজন রয়েছে বলে মনে করছে না কর্তৃপক্ষ। এই পাঁচ শিশু রাজ্যের আয়রন কাউন্টি স্কুল জেলার স্কুলে পড়াশোনা করতো। ইতিমধ্যে ঐ স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের কাছে পাঠানো এক চিঠিতে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করে উটাহ রাজ্যের গভর্নর এক টুইটে লিখেন, এমন বুদ্ধিহীন সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাচ্ছি। ইনোকের মানুষের জন্য প্রার্থনাও করেন তিনি। সূত্র : ঢাকা পোস্ট SHARES আন্তর্জাতিক বিষয়: