বরিশালে শিক্ষক নিয়োগে কোটা বাতিলসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

News News

Desk

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২২
ছবি : সাজ্জাদ হোসেন রিদয়

অনলাইন ডেস্ক : প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিলসহ পাঁচ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে অধিকার বঞ্চিত বেকার সমাজ।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অধিকার বঞ্চিত বেকার সমাজের ব্যানারে মানববন্ধনে সভাপতিত্ব করেন চাকুরির প্রত্যাশি নিলয় মিত্র।

মানববন্ধনে একাত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন- মাসুদুর রহমান, হাফিজুর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বর্তমান সমাজে নারীর এগিয়ে যাচ্ছে, ভালো অবস্থানে রয়েছে। তাদের ২০ শতাংশের বেশি কোটা দেওয়ার যৌক্তিকতা নেই।

প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন চাকরিতে কোনো কোটা থাকবে না। তারপরও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই প্রথা পদ্ধতি চালু রেখেছে। এই বৈষম্য দূর করে মেধার ভিত্তিতে চাকরি পেতে চাই।

বক্তারা আরও বলেন, প্রাথমিকের শিক্ষকেরা এখন ভালো বেতন পান। তাদের সন্তানদের জন্য পোষ্য কোটার কোনো প্রয়োজন নেই। এটা বাতিল করতে হবে।

এ সময় তারা প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিলসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো- প্রাথমিকের ফলাফল বাতিল করে এক ও অভিন্ন কাট মার্কে পুনরায় ফলাফল ঘোষণা করা, কোটা বাতিলের সরকারি পরিপত্র মেনে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা, শিক্ষক নিয়োগে বিদ্যমান নিয়োগ মেধার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করে নতুন কোটামুক্ত পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করা, প্রতিবন্ধীদের কোটা সংরক্ষণ করে পোষ্য কোটাসহ সব ধরনের কোটা বাতিল করা এবং নিয়োগ পরীক্ষায় মেধা তালিকার পাশাপাশি নম্বর প্রকাশ করা।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম