বরিশাল আ’লীগ নেতা মরহুম আবদুস সবুর খান সবুজের স্মরণ সভা অনুষ্ঠিত

News News

Desk

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২২
ছবি : সাজ্জাদ হোসেন রিদয়

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ রুপাতলী দারুস্ সুন্নাহ কওমী মাদ্রাসার ম্যানেজিং কমিটির উদ্যোগে ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মরহুম আবদুস সবুর খান সবুজের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) জোহর বাদ নগরীর ২৪নং ওয়ার্ড রুপাতলী দারুস্ সুন্নাহ কওমী মাদ্রাসায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।

দক্ষিণ রুপাতলী দারুস্ সুন্নাহ কওমী মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রধান উপদেষ্টা আবদুস সবুর খান সবুজের মৃত্যুতে কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ২৪নং ওয়ার্ড কাউন্সিলর ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সদস্য শরীফ মোঃ আনিছুর রহমান (আনিছ শরীফ)।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক ও বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ও ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবদুস সবুর খান সবুজের রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়ে মাদ্রাসার সার্বিক উন্নয়নে তিনি ব্যক্তিগত ভাবে পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।

তিনি এসময় কওমী মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে আয়োজিত স্মরন সভায় উপস্থিত স্থানীয় মুসুল্লিগনের সাথে দোয়া মোনাজাত এ অংশ গ্রহন করেন।

এ-সময় বরিশাল মহানগর ছাত্রলীগ এর সাবেক সভাপতি মোঃজসিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সহ স্থানীয় আঃলীগ নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।