প্যারিসের কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩ News News Desk প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২২ অনলাইন ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রে এক বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত এবং অন্তত ৩ জন আহত হওয়ার খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে এ গুলির ঘটনা ঘটে। বিবিসি বলছে, ঘটনাস্থলটি গা দ্যুলেস্ট স্টেশন থেকে খুব দূরে নয়। হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৬৯ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, কী কারণে এই হামলা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। গ্রেপ্তার বন্দুকধারী ফরাসী নাগরিক, দুটি হত্যাচেষ্টার ঘটনার জন্য তিনি পুলিশের কাছে আগে থেকেই পরিচিত ছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। সূত্র : দেশ রূপান্তর SHARES আন্তর্জাতিক বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড