বরিশাল কেন্দ্রীয় কারাগারে জেল প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার

News News

Desk

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২২
নিজস্ব প্রতিবেদক :- মহামারি করোনার কারনে দীর্ঘদিন  পরিদর্শন বন্ধ থাকার পর বরিশাল কেন্দ্রীয় কারাগারে অনুষ্ঠিত হলো জেল প্যারেড।
শনিবার বেলা ১২ টায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে জেল প্যারেডে অংশ নেন বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
এসময় কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শহিদুল ইসলাম, সিনিয়র জেল সুপার রতনা রায়, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইকবাল হোসাইনসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ঊর্ধতন কর্মকর্তাদের নিয়ে জেল প্যারেড হওয়ার কথা। কিন্তু মহামারি করোনার কারনে এই কার্যক্রম বন্ধ ছিল। আমরা পুনরায় জেল প্যারেড শুরু করেছি।
কারাগারে বন্দি ডাকাতি, হত্যা মামলার আসামী যারা ইতমধ্যে সাজা ভোগ করে মুক্তি পাবে তাদের নিয়ে মুক্তির এক মাস আগে জেল প্যরেড অনুষ্ঠিত হয়। আমরা মুক্তিপ্রাপ্তদের তথ্য নিয়ে তাদের নজরদারিতে রাখি। তারা যেন মুক্তি পেয়ে পুনরায় অপরাধমুলক কার্যক্রমে জড়িয়ে না পরে।  তারা যেন জামিন পেয়ে পুনরায় হত্যা, ডাকাতির মত অপরাধ কার্যক্রমে জড়িয়ে না পরে।
তিনি আরো জানান, আগামী মাসে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তিনজন হত্যা মামলার আসামী মুক্তি পাবে। আর সেলক্ষেই আমরা ঊর্ধতন কর্মকর্তাদের নিয়ে জেল প্যরেড করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।