বরিশালে বিজয় দিবসকে বরণে বর্নিল আয়োজন News News Desk প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২২ ছবি : সাজ্জাদ হোসেন রিদয় মো: মনিরুল ইসলাম, বরিশাল : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। যে যুদ্ধে বাঙ্গালি জাতি হারিয়েছে হাজারো মা-বাবা,ভাই-বোন,সন্তান। মহান বিজয় দিবসের আনন্দ যেন কোটি বাঙালির হৃদয়কে আপ্লুত করে যাচ্ছে। প্রতিবছর শ্রদ্ধায় জাতি স্মরণ করে মহান বিজয় দিবস। বিজয় দিবস সফল করতে আলোকসজ্জায় রঙ্গিন বরিশাল, যেন পরিণত হয়েছে একখন্ড লাল সবুজের পতাকায়। সন্ধ্যার পর পরই লাল সবুজের আলোতে ঝলমলিয়ে ওঠে নগর ভবন, এনএক্স ভবন, জেলা পরিষদ, এলজিইডি ভবন সহ বিভিন্ন স্কুল -কলেজ এবং ব্যবসায় প্রতিষ্ঠান। বিজয়ের মাসের শুরুতে গত ১ ডিসেম্বর আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির বাসভবন। চোখ ধাঁধানো এ আলোকসজ্জার ঝলকানি মন কেড়েছে সবার। বাঙালি জাতি প্রতিবছর এ দিনটির জন্য অপেক্ষায় থাকে। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে এ দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধাদের সাথে নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিনেই (১৬ ডিসেম্বর) পাকিস্তানিরা মাথা নত করে বিদায় নেয়। ফলশ্রুতিতে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামক স্বাধীন দেশের। তবে মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করতে ৩০ লাখ বাঙালী শহীদ হয়েছেন এবং দুই লাখ মা-বোনকে তাদের ইজ্জত দিতে হয়েছে সে সময়ে পাক হানাদার বাহিনীর হাতে । SHARES প্রচ্ছদ বিষয়: