ফখরুল-আব্বাসকে কারাগারে পাঠানোর আদেশ

News News

Desk

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২

অনলাইন ডেস্ক : পুলিশের ওপর হামলা, পরিকল্পনা, উসকানির অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সেইসঙ্গে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম।

অপরদিকে, তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গতকাল পল্টন থানায় ওই মামলা করা হয়েছিল। এই মামলায় দুপুরে তাদের গ্রেফতার দেখানো হয়।

তার আগে গতকাল দিবাগত রাত ৩টার দিকে নিজ নিজ বাসা থেকে তাদের নিয়ে আসে পুলিশ। এরপর বেলা ১১টার দিকে ডিবি পুলিশের কার্যালয়ের তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে ডিবি পুলিশ প্রধান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ৮ তারিখ পুলিশের ওপর হামলা, পরিকল্পনা, উসকানির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন