রাজধানীর প্রবেশপথে পুলিশের চেকপোস্ট News News Desk প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২ অনলাইন ডেস্ক : রাজধানীতে যে কোনো ধরনের নাশকতা এবং অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে ঢাকার প্রবেশপথ গাবতলীতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর আমিন বাজার ব্রিজ এলাকা ঘুরে দেখা যায় মহাসড়কে চেকপোস্ট ও পুলিশ সদস্যের উপস্থিতি রয়েছে। সন্দেহভাজন গাড়ি থামিয়ে তারা তল্লাশি করছেন এবং প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করছেন। তবে, রাজধানীর অন্যতম এই প্রবেশপথে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। ১৫ দিনের জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ চলতি মাসের প্রথম দিন থেকে রাজধানীজুড়ে অভিযান চালিয়ে আসছে। দায়িত্বশীল সূত্র বলছে, এই তল্লাশি সেই অভিযানেরই অংশ। এদিকে, আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় গণসমাবেশ করতে চায় বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যার ধারাবাহিকতায় চেকপোস্ট বসানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তল্লাশি করা হচ্ছে রাজধানীতে প্রবেশকারী প্রাইভেট কার, মোটরসাইকেল, দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহনে। তল্লাশি শেষে এক মোটরসাইকেল আরোহী বলেন, আমরা গাবতলী এলাকায় ব্যবসা করি। রাজনৈতিক কোনো অস্থিতিশীল পরিবেশ যাতে তৈরি না হয় সেটাই চাই। সেজন্য এই চেকপোস্ট থাকাটা ভালোই হয়েছে। আমরা সাধারণ মানুষ কোনো অশান্তি চাই না। চেকপোস্ট ও তল্লাশির বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) মো. আসাদুজ্জামান। তিনি বলেন, যে কোনো ধরনের নাশকতা এড়াতে আমাদের এ কার্যক্রম চলছে। সূত্র : রাইজিংবিডি.কম SHARES আইন আদালত বিষয়: