পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯

News News

Desk

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২

অনলাইন ডেস্ক : পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়ার একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন শ্রমিকের নিহতের খবর পাওয়া গেছে।

জানা গেছে, দুর্ঘটনার সময় খনিটিতে ১৩ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণে ঘটনাস্থলেই তাদের ৯ জন নিহত হয়েছেন, ৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

খাইবার পাখতুনওয়া পুলিশের উপ কমিশনার আদনান ফরিদ বার্তাসংস্থা রয়টার্সকে জানান, প্রদেশের ওরাকজি জেলায় ঘটেছে এই ঘটনা।

পাকিস্তান খনি দপ্তরের কর্মকর্তারা বলেছেন, খনি থেকে জ্বালানি গ্যাসের নিঃস্বরণই এই বিস্ফোরণের জন্য দায়ী। পাকিস্তানের অভ্যন্তরীণ কয়লার মজুতের জন্য খাইবার পাখতুনওয়া পরিচিত।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন