বরিশালের আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার

News News

Desk

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২২
ছবি : সাজ্জাদ হোসেন রিদয়

অনলাইন ডেস্ক : ঢাকায় পুলিশের কাছ থেকে জেএমবির দুই আসামি ছিনতাইয়ের ঘটনায় বরিশালের আদালতপাড়ায় নিরাপত্তা জোরদারের ব্যবস্থা করা হয়েছে।

আদালতের বিভিন্ন স্থানে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের নজরদারী। সোমবার (২১ নভেম্বর) সকালে থেকে দুপুর পর্যন্ত আদালত পাড়ায় পুলিশকে সতর্কাবস্থানে দেখা গেছে।

সন্দেহভাজন কিছু দেখলেই তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অপ্রয়োজনীয় লোকজনকে আদালত অঙ্গনে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা।

বিষয়টি নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, আদালতের নিরাপত্তায় আগে যে সংখ্যাক পুলিশ মোতায়েন ছিলো তারাই নিরাপত্তা ব্যবস্থা পালন করছে।

দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষন করছে সিনিয়র পুলিশ কর্মকর্তারা। তাদের মনোবল বাড়ানোর জন্য দেয়া হয়েছে বিভিন্ন নির্দেশনা।

আদালতের গুরুত্বপূর্ন স্থানে জনগনের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারী।

কারাগার থেকে আদালতে আসামি আনা নেয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা হয়েছে। বরিশালে এ ধরনের ঘটনা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

সূত্র : আমার সংবাদ