বরিশালে ফায়ার সার্ভিসের মহড়া প্রদর্শন News News Desk প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২২ অনলাইন ডেস্ক : বরিশালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বের) বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে এ মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল বিভাগের উপ-পরিচালক মিজানুর রহমান বিএফএম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পুলিশ সুপাতার ওয়াহিদুল ইসলাম বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট শাহ মোঃ রফিকুল ইসলাম। মহড়ায় অগ্নিকান্ড, ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলার কৌশল প্রদর্শিত হয়। স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণ-সচেতনতা সৃষ্টিই এই মহড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। SHARES প্রচ্ছদ বিষয়: