প্রধানমন্ত্রীর ডাকে বাংলাদেশ আজ যখন ঘুরে দাঁড়িয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২২
সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপি-জামায়াতের একটা খায়েশ রয়েছে, তারা নাকি আগামী ১০ ডিসেম্বর ঢাকায় এসে আমাদের (আওয়ামী লীগ) তাড়িয়ে দেবে। সব আমরা ঢাকা ছেড়ে দেব, আর তারা এসে বসে থাকবে, দখল করবে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে ‘অপরাজেয় বাংলা’ আয়োজিত নাগরিক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) নাকি মন্ত্রিত্ব গঠন করেছে।

কে প্রধানমন্ত্রী হবেন, কে অর্থমন্ত্রী হবেন, কাকে নাকি প্রেসিডেন্ট বানিয়ে তারেক রহমানকে ক্ষমতায় নিয়ে আসবেন, তারও নাকি একটা নীলনকশা হয়েছে, এসব শোনা কথা। আমরা এগুলো বিভিন্ন জনমুখে শুনছি। তারা এসব প্রচার করে যাচ্ছেন।

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর ডাকে বাংলাদেশ আজ যখন ঘুরে দাঁড়িয়েছে। তখন আবারও একটা অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ তৈরি করার জন্য নীলনকশা করার জন্য তারা (বিএনপি) প্রস্তুতি নিচ্ছেন।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ২১ হাজার লোককে হত্যা করা হয়। তারা বলে আমরা নাকি ৭৬ জনকে গুম করেছি। ২০০৫ সালে গুমের সংখ্যা ছিল ৪৬০। এটি আমাদের কথা নয়, আমেরিকান একটি ওয়েবসাইটে আপনারা পাবেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন