কক্সবাজারের টেকনাফে নৌকাডুবি ঘটনায় ৩ রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার News News Desk প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২২ অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে সাগরপথে পাচারকালে মালয়েশিয়াগামী নৌকাডুবির ঘটনায় তিনজন রোহিঙ্গা নারীর মরদেহ ভেসে আসলে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এরমধ্যে চারজন বাংলাদেশি, ৩৩ জন রোহিঙ্গা পুরুষ ও আটজন নারী রয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালীস্থ সাগর উপকূল থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক নূর মোহাম্মদ জানান, জেলেদের দেয়া তথ্য মতে আরও মৃতদেহ সাগরে ভাসছে। এর আগে, সকাল থেকে এ পর্যন্ত ট্রলার ডুবির ঘটনায় সাঁতরিয়ে কূলে আসা ৪ বাংলাদেশিসহ ৪৫ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোর রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া পাড়া এলাকার উপকূলবর্তী গভীর সাগরে ট্রলার ডুবির এ ঘটনা ঘটেছে। তিনি জানান, উদ্ধার হওয়াদের মধ্যে ৮ জন নারীসহ ৩৩ জন পুরুষ রোহিঙ্গা এবং অপর ৪ জন বাংলাদেশি। কোস্টগার্ডের এ কর্মকর্তা জানিয়েছেন, ট্রলারে কতজন ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাগরে আরও অনেকে ভাসছে বলে উদ্ধার হওয়ারা জানিয়েছে। এতে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার লোকজনের দাবি, উপকূল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে ট্রলারটি ডুবে যায়। নৌকায় অনন্ত শতাধিক মালয়েশিয়াগামী ছিল। উদ্ধার হওয়াদের মধ্যে কয়েকজনের সঙ্গে আলাপকালে তারা জানিয়েছেন, দালাল চক্র শতাধিক নারী-পুরুষকে উখিয়ার কুতুপালং, লম্বাশিয়া, বালুখালী, মধুরছড়া ক্যাম্প থেকে গাড়িতে তুলে নিয়ে আসে টেকনাফের বাহারছড়া গ্রামে। সূত্র : দেশ রূপান্তর SHARES জাতীয় বিষয়: