এবার হজের সুযোগ পাবেন ৬৫ বছর ঊর্ধ্বরাও : ধর্ম প্রতিমন্ত্রী News News Desk প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২২ অনলাইন ডেস্ক : আগামী মৌসুমে হজ পূর্ণ পরিসরে হবে জানিয়ে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা উঠে যাবে। মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নব-নির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। করোনা মহামারির কারণে গত দুই মৌসুমে সীমিত পরিসরে হজ পালিত হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও অনেক কম মানুষ হজ করতে পেরেছেন। বাংলাদেশিদের জন্য আগামী হজ কেমন হবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সৌদি সরকারের সঙ্গে আমাদের যতটুকু আন-অফিসিয়াল কথা হয়েছে, সেই অনুযায়ী আগামীবার হয়তো পূর্ণ হজই হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, ৬৫ বছরের বিধিনিষেধের বিষয়টিও আর না থাকতে পারে। এ বিষয়টি আমরা ইতোমধ্যে তাদের কাছে জানতে পেরেছি। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে দ্রুত প্রাক-নিবন্ধন করার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। বলেন, হয়তো এখনো আগামী বছর হজে যাওয়ার সুযোগ রয়েছে। হয়তো ১০ দিন পর সেটা থাকবে না। ১২ হাজার হয়তো পার হয়েছে। সরকারিভাবে হয়তো সর্বোচ্চ ১৫ হাজার পেতে পারি। মতবিনিময়কালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, আরআরএফ সভাপতি উবায়দুল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলুসহ কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES ইসলাম বিষয়: