তিমির ধাক্কায় নৌকাডুবি নিহত ৫ News News Desk প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২ অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের কাইকৌরাতে গুজ বে উপকূলে ১১ জন যাত্রী নিয়ে একটি চার্টার ফিশিং বোট ডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকার পাঁচ যাত্রী প্রাণ হারান। নৌকার বাকি ছয় যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে, তিমির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশ জানিয়েছে, নৌকাটি সাউথ আইল্যান্ডের শহর কাইকোরার কাছে ডুবে যায়। ধারণা করা হচ্ছে নৌকাটি কিছুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেছে। তবে কিসের সঙ্গে ধাক্কা লেগেছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কোরার মেয়র ক্রেগ ম্যাকল জানিয়েছেন, দুর্ঘটনার সময় সমুদ্র শান্ত ছিল। ধারণা করা হচ্ছে, নৌকার নিচ থাকা তিমি সেটিকে উল্টে দেয়। ডুবে যাওয়া নৌকাটি কিছু নারী ভাড়া করেছিলেন। নিউজিল্যান্ডের কাইকোরা শহর তিমি দেখার গন্তব্য হিসেবে জনপ্রিয়। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES আন্তর্জাতিক বিষয়: