ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১৪৪ ধারা জারি News News Desk প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২২ অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা এলাকায় একই দিনে বিএনপি ও স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি ঘোষণা করায় আনইশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ১৪৪ ধারা জারি করেন সদর উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান। বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিএনপি এবং স্বেচ্ছাসেবক লীগ একই স্থানে কর্মসূচি ঘোষণা করে। এতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ১৪৪ ধারা বলবৎ থাকবে। সব ধরনের গণজমায়েত ও সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES প্রচ্ছদ বিষয়: