সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে উন্মোচন হচ্ছে আইফোন ১৪ News News Desk প্রকাশিত: ৮:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২২ অনলাইন ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অ্যাপল বাজারে আনছে নতুন প্রজন্মের আইফোন ১৪। একাধিক মডেলে আসছে নতুন আইওএস ফোন। ৭ সেপ্টেম্বর এক ইভেন্টে নতুন আইফোন সিরিজ বাজারে আসবে। এর আগে বেশির ভাগ সংবাদমাধ্যম ৭ সেপ্টেম্বর নতুন আইফোন উন্মুক্ত হতে পারে বলে সংবাদ প্রকাশ করে। কিন্তু অনেকে বিষয়টিকে গুঞ্জন ভেবেছিলেন। কারণ অ্যাপল সাধারণত সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নতুন আইফোন উন্মুক্ত করে থাকে। তবে এবার গুঞ্জন সত্যি করে আগামী ৭ সেপ্টেম্বর নতুন আইফোন উন্মুক্ত করবে অ্যাপল। এরই মধ্যে ‘ফার আউট’ নামের এ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বিভিন্ন সংবাদমাধ্যমকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। করোনার বিধিনিষেধ শিথিল হওয়ায় প্রায় তিন বছর পর এবার সরাসরি দর্শকদের উপস্থিতিতে বড় পরিসরে আইফোন উন্মোচন করবে অ্যাপল। অনুষ্ঠানে আইফোন ১৪ সিরিজের আওতায় আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স উন্মুক্ত করা হতে পারে। বাজার বিশ্লেষকদের ধারণা, নতুন আইফোনগুলো ১৬ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে। অনুষ্ঠানে আইফোনের পাশাপাশি ‘অ্যাপল ওয়াচ ৮’ সিরিজের একাধিক স্মার্ট ঘড়িসহ আইওএস ১৬ সংস্করণও উন্মুক্ত করা হতে পারে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন SHARES তথ্য প্রযুক্তি বিষয়: