বরিশালে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান-পাট-গম প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

News News

Desk

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশালে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নগরীর সাগরদী ধান গবেষনা ইনস্টিটিউটের হলরুমে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান। ডিএই পিরোজপুরের উপ-পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন প্রকল্পের মনিটরিং অফিসার মো. তাজুল ইসলাম।

বক্তব্য রাখেন ডিএই ঝালকাঠির উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম, বরিশালের উপ-পরিচালক মো. মুরাদুল হাসান, পটুয়াখালীর উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, বিএডিসির যুগ্ম পরিচালক ড. মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিরিন আক্তার জাহান, পটুয়াখালীর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. খায়রুল ইসলাম মল্লিক, বরিশালের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোসাম্মৎ মরিয়ম,

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদুর রহমান, সহকারি আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো. জাকির হোসেন তালুকদার, ডিএই বরগুনার অতিরিক্ত উপপরিচালক সি এম রেজাউল করিম, ভোলা সদরের উপজেলা কৃষি অফিসার এএফএম শাহাবুদ্দিন, মঠবাড়িয়ার উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান ও ভান্ডারিয়ার কৃষক কবির শিকদার প্রমুখ।

কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কৃষক মিলে শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যত ভালো বীজ ব্যবহার করা যাবে ফসলের উৎপাদন তত বাড়বে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি উপজেলায় নতুন নতুন বীজ ব্যবসায়ী তৈরি করার সুযোগ আছে। তাই বীজ শিল্পকে আরও উন্নয়ন করা চাই। তা বাস্তবায়ন হলে স্থানীয়ভাবে বীজের সংকট থাকবে না।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন