সোমালিয়ার হোটেলে বন্দুকধারীদের হামলা, নিহত বেড়ে ২০

News News

Desk

প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০২২

অনলাইন ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুর বিখ্যাত হায়াত হোটেলে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।

পুলিশের মেজর ইয়াসিন হাজি গণমাধ্যমে জানিয়েছেন, হায়াত হোটেলে আক্রমণে অন্তত ৫০ জন আহত হয়েছেন যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

সিএনএনের খবর অনুসারে, শুক্রবার (২০ আগস্ট) সন্ধ্যায় বেশ কয়েকজন অস্ত্রধারী রাজধানী মোগাদিসুর বিখ্যাত হোটেলটিতে ঢুকে পড়ে। তারা সাধারণ মানুষদের জিম্মি করে।

এ কারণে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর হোটেলের নিয়ন্ত্রণ নিতে বেগ পেতে হয়।

পুলিশের মেজর ইয়াসিন হাজি বলেন, সন্ত্রাসীরা বেসামরিক নাগরিকদের জিম্মি করে ঢাল হিসেবে ব্যবহার করে। যার কারণে আমাদের জিম্মিদশা শেষ করতে ২৪ ঘণ্টার বেশি সময় লেগেছে।

হোটেলের প্রথম এবং শেষ ফ্লোর মুক্ত করা গেলেও মাঝখানের দুই ফ্লোরে এখনো সন্ত্রাসীরা রয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

শহরের মদিনা হাসপাতালের চিকিৎসক আহমেদ আবাদি জানিয়েছেন, মৃত্যুর সংখ্যা বাড়বে কারণ, অনেক ভুক্তভোগীর ‍অবস্থা গুরুতর। হামলায় আহতদের যে দুটো প্রধান হাসপাতালে নেওয়া হয়েছে তার মধ্যে মদিনা হাসপাতাল অন্যতম।

আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন আল শাবাব ইতোমধ্যে ঘটনার দায় স্বীকার করেছে। তবে সিএনএন স্বতন্ত্রভাবে তাদের দাবি যাচাই করতে পারেনি।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড এক বিবৃতিতে বিমান হামলায় আল শাবাবের ১৩ সদস্যকে হত্যার দাবি করে। গত মে মাসে প্রেসিডেন্ট বাইডেন সোমালিয়া সরকারকে আল শাবাব দমনে সহযোগিতায় পুনরায় মার্কিন সৈন্য মোতায়েনের ঘোষণা দেন। বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প আফ্রিকার দেশটি থেকে সকল সৈন্য প্রত্যাহার করেছিলেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন