তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ News News Desk প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০২২ অনলাইন ডেস্ক : তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের ৩ কর্মী, দুইজন প্যারামেডিকস এবং দুইজন সাংবাদিক আছেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সইলু এক টুইট বার্তায় জানান, নিহতদের মধ্যে আটজন বাসের যাত্রী। গাজিয়ানতেপ প্রদেশের গভর্নর দাউত গুল জানান, স্থানীয় সময় শনিবার সকাল বেলা ১০টা ৪৫ মিনিটের দিকে পূর্ব গাজিয়ানতেপ সড়কে এই দুর্ঘটনা ঘটে। তিনি জানান, ফায়ার ব্রিগেড, মেডিকেল টিম এবং অন্যরা আরেকটি দুর্ঘটনা নিয়ে কাজ করছিল। সড়কে রাখা অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িতে একটি বাস এসে সাজোরে ধাক্কা দেয়। এতে ১৬ জন নিহত এবং ২২ জন আহত হন। তুরস্কে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। সরকারি হিসেব অনুসারে, গতবছর (২০২১ সাল) ৫ হাজার ৩৬২ জন মানুষ দুর্ঘটনায় নিহত হন। সূত্র: আল জাজিরা, ডেইলি সাবাহ সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES আন্তর্জাতিক বিষয়: