বরিশাল মহানগরে ১১১ সদস্য বিশিষ্ট মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা News News Desk প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২২ নিজস্ব প্রতিবেদক : মহিলা দল বরিশাল মহানগর শাখার ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো কয়, অধ্যাপিকা ফারহানা তিথিকে সভাপতি এবং পাপিয়া আজাদকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বরিশাল মহানগর শাখার ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই কমিটি কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ অনুমোদন করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়। SHARES প্রচ্ছদ বিষয়: