বরিশাল নগরীর ২ ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জ‌রিমানা

News News

Desk

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেল ডিজেল, পেট্রল এবং অকটেনে বিক্রির পরিমাপে কারচুপি ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে বরিশাল নগরীর ২ পেট্রল পাম্পকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৭ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন।

এসময় নতুন বাজারের মেসার্স ইসরাইল তালুকদার ফি‌লিং স্টেশনকে ৫০ হাজার ও মেসার্স কলেজ রোড ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, ‘আমরা সারা দেশের ন্যায় বরিশাল জেলায়ও পেট্রল পাম্পে অভিযান পরিচালনা করেছি।

এসময় মেসার্স কলেজ রোড ফিলিং স্টেশন পাম্পে ৫ লিটার পেট্রলে ২১০ মিলি কম পেয়েছি এবং অকটেনে ২৮০ মিলি কম পেয়েছি।

এই অপরাধে ভোক্তা অধিকার আইনে ১ লাখ টাকা জরিমানা করেছি। এ ছাড়া পাশের পাম্পে পেট্রল, অকটেন এবং ডিজেলে কম পেয়েছি সেখানেও ৫০ হাজার টাকা জরিমানা করেছি।

এর মধ্যে নগরীর কাশিপুর এলাকার সুরভী পেট্রল পাম্পে সবকিছু সঠিকভাবে পাওয়া যায়। তবে যারা জ্বালনি তেলের পরিমাপে কারচুপি করে তাদের বিরুদ্ধে কঠিন অবস্থানে রয়েছে বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরপরেও যদি সতর্ক না হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।