আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি রাশিয়ার News News Desk প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২২ অনলাইন ডেস্ক : উৎপাদনের চেয়ে তেলের বিক্রয় মূল্য কম নির্ধারণ করা হলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দেওয়ার জন্য আমেরিকা প্রচেষ্টা চালাচ্ছে- এমন খবর প্রকাশ্যে আসার পর রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বুধবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দিয়ে আমেরিকা মূলত ইউক্রেন যুদ্ধে তহবিল সরবরাহ করা মস্কোর জন্য কঠিন করে তুলতে চাইছে। আলেকজান্ডার নোভাকের বরাত দিয়ে বার্তা সংস্থা ‘ইন্টার ফ্যাক্স’ও তাস জানিয়েছে,“তারা যে মূল্যের কথা বলছে যদি তাই নির্ধারণ করা হয় এবং সেটি যদি উৎপাদন মূল্যের চেয়ে কম হয় তাহলে অবশ্যই রাশিয়া আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিশ্চিত করবে না। এর অর্থ হচ্ছে আমরা আর নিতান্তই ক্ষতির মুখে তেল সরবরাহ অব্যাহত রাখব না। এর আগে বুধবার (২০ জুলাই) দিনের প্রথম ভাগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, যদি তেলের মূল্য নির্ধারণ করে দেওয়া হয় তাহলে তেলের দাম আকাশচুম্বি হবে। তিনি সতর্ক করে আরও বলেছেন, বৃহত্তম পাইপ লাইনের মধ্য দিয়ে রাশিয়া ইউরোপে তেল সরবরাহ কমিয়ে দিতে পারে, এমনকি সেটি বন্ধ হয়ে যেতে পারে। পুতিনের এই হুঁশিয়ারির পর ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্রগুলোর প্রতি গ্যাসের ব্যবহার শতকরা ১৫ ভাগ কমানোর আহ্বান জানিয়েছে। বিষয়টি নিয়ে আগামী শুক্রবার (২২ জুলাই) মন্ত্রী পর্যায়ে আলোচনা হবে এবং ২৬ জুলাই তা অনুমোদন পেতে পারে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES অর্থনৈতিক বিষয়: