সপ্তাহের ব্যবধানে কমতে শুরু করেছে আলু ও পেঁয়াজের দাম News News Desk প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪ অনলাইন ডেস্ক : সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজ কেজিতে ২০ টাকা কমেছে। ব্যবসায়ীরা বলছেন বাজারে নতুন আলু ও পেঁয়াজ পর্যাপ্ত সরবরাহ হওয়ার কারণে দাম কমতে শুরু করেছে। আগামী সপ্তাহে দাম আরও কমে আসবে বলে তারা মনে করেন। শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজারঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এমন তথ্য জানা দেখা গেছে। রাজধানীর এসব বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা কমেছে। এসব বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি দরে। পুরাতন আলু ৭০ টাকা, বগুড়ার আলু ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে দেশি পেঁয়াজ কেজিতে ২০ টাকা কমে ১১০ টাকা, মুড়ি পেঁয়াজ ৭০ টাকা, পাতা পেঁয়াজ ৬০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, নতুন আলু ও পেঁয়াজের সরবরাহ বাড়ছে আগামী সপ্তাহে দাম আরো কমে আসবে। এ ব্যাপারে শেওড়াপাড়া বাজারের আলু-পেঁয়াজ বিক্রেতা মো. খালেক বলেন, বাজারে নতুন আলু ও নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ছে। আগের তুলনায় দাম কমেছে, আগামী সপ্তাহে দাম আরও কমবে বলে তিনি উল্লেখ করেন। এসব বাজারে আদা ১২০ থেকে ২৮০ টাকা, রসুন ২২০ থেকে ২৪০ টাকা, দেশি মসুর ডাল ১৪০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা, মিনিকেট চাল ৭৬ থেকে ৮০ টাকা এবং নাজিরশাইল ৭৫ থেকে ৮২ টাকা দরে বিক্রি হচ্ছে। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES অর্থনৈতিক বিষয়: