যুক্তরাষ্ট্রে শপিংমলে গোলাগুলি, নিহত ৩ News News Desk প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২২ অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের একটি শপিংমলে বন্দুক হামলায় কমপক্ষে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় রোববার ( ১৭ জুলাই) এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইন্ডিয়ানা রাজ্যের গ্রিনউড শহরের মেয়র মার মায়ার্স একটি বিবৃতিতে বলেন, গ্রিনউড পার্ক মলে সন্ধ্যার দিকে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। মায়ার্স জানিয়েছেন, বন্দুকধারীকে একজন সশস্ত্র ব্যক্তি গুলি করে হত্যা করেছে। গ্রিনউড পুলিশ তাদের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছে। যাতে হামলার প্রত্যক্ষদর্শীদের তথ্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা খুবই সাধারণ। দেশটিতে প্রতিবছর বন্দুক হামলায় ৪০ হাজার মানুষের মৃত্যু হয়। গত ৪ জুলাই শিকাগোতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এর আগে টেক্সাসে একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিশুসহ ২১ জন নিহত হন। এদিকে সম্প্রতি বন্দুক সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ার যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ আইন আবারও আলোচনায় উঠে এসেছে। মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের একটি কমিটি বেআইনি অস্ত্র নিষিদ্ধ করা লক্ষ্যে একটি বিল পাসের জন্য চলতি সপ্তাহে ভোট দেবে। সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES আন্তর্জাতিক বিষয়: