
অনলাইন ডেস্ক : পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করার আগ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন রনিল বিক্রমাসিংহে
শ্রীলঙ্কার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। শুক্রবার (১৫ জুলাই) তিনি এই শপথ নেন।
খবরে বলা হয়েছে, গোতাবায়া রাজাপাকসের উত্তরসূরী নির্বাচনের আগ পর্যন্ত রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট থাকবেন। অর্থনৈতিক সংকটে সৃষ্ট গণআন্দোলনের মুখে মঙ্গলবার রাতে সামরিক বিমানে মালদ্বীপ পালিয়ে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া। সিঙ্গাপুর থেকে গতকাল তিনি ইমেইলে পদত্যাগপত্র পাঠান।
শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামীকাল শনিবার (১৬ জুলাই) দেশটিতে সংসদ অধিবেশন বসবে। আর আগামী সাত দিনের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট মনোনীত করা হবে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন