বরিশালে ৩২ বছরে প্রার্থী হলেন তারিকুলসহ ৩ জন

News News

Desk

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫

বরিশাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬ টি আসনে এরই মধ্যে ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বর্তমানে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে।

আর এ অবস্থায় কম বয়সি প্রার্থীরা বেশ আলোচনায় রয়েছেন। কারণ, বরিশাল জেলার ৬ টি আসনের মধ্যে দুটিতে তিনজন প্রার্থী মাত্র ৩২ বছর বয়সে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন।

যার মধ্যে বরিশাল-৫(সদর) আসনে সর্বোকনিষ্ঠ এবি (আমার বাংলাদেশ) পার্টির প্রার্থী মো. তারিকুল ইসলাম (নাহিদ) ও স্বতন্ত্র প্রার্থী মো. তহিদুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে গণ অধিকার পরিষদের ইয়ামিন এইচএম ফারদিনও সব থেকে কম বয়সি প্রার্থী।

অপরদিকে, নির্বাচন কমিশনে দাখিল করা মনোনয়নপত্রের জন্ম তারিখ অনুযায়ী ৮০তে পথচলা বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ বরিশালের ৬ টি আসনের মধ্যে সব থেকে বেশি বয়সের প্রার্থী। যদিও বর্ষীয়ান এই নেতাই বরিশাল-২ (বাবুগঞ্জ-উজিরপুর) আসনে বিএনপির হাল ধরে রেখেছেন দীর্ঘদিন ধরে।

সর্বোকনিষ্ঠ এবি (আমার বাংলাদেশ) পার্টির প্রার্থী মো. তারিকুল ইসলাম (নাহিদ) বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের পর দেশে রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তনের হাওয়া লেগেছে। গণমানুষের কথা বলা এবি (আমার বাংলাদেশ) পার্টি ও চায় সনাতন রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন ঘটুক।

তিনি বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে, সাধারণ মানুষের হয়ে কথা বলতেই নির্বাচনে অংশগ্রহণ করা আমার। আমি বরিশালের সন্তান হিসেবে আর তরুণ প্রজন্মের বাহক হিসেবে চাই বরিশালবাসীকে সেবা করতে। সুখে-দুঃখে তাদের পাশে থাকতে।


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড