পটুয়াখালীর বাউফলে সম্ভ্রম রক্ষায় পুকুরে ঝাঁপ, অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন News News Desk প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৫ মাসুম বিল্লাহ পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি বিরোধের জের ধরে এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠলেও, পরদিন এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করা হয়েছে। গত শনিবার (১৩ ডিসেম্বর) সকালে বাউফলের নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিনই সংশ্লিষ্ট নারী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন যে, নিজের সম্ভ্রম রক্ষার চেষ্টায় তিনি পুকুরে ঝাঁপ দিতে বাধ্য হন। কিন্তু রোববার দুপুর ১২ টায় বাউফল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই নারীর স্বামী আক্কাস মুন্সি ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করেন। তিনি দাবি করেন, এটি একটি পারিবারিক বিষয়, যাকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক রং দিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে; যা তাদের পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তিনি সংশ্লিষ্ট সংবাদ প্রকাশকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড