জুলাই আন্দোলনে নিহত এবং আহতদের জন্য বরিশাল মহানগর উলামা দলের দোয়া অনুষ্ঠান

News News

Desk

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২৫

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বাদ মাগরিব বরিশাল ক্লাবের দ্বিতীয় তলায় বরিশাল মহানগর উলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর উলামা দলের আহবায়ক মাওলানা মোঃ ওয়ালিউল্লাহ ।

বরিশাল মহানগর উলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুলাই আন্দোলনে পতিত স্বৈরাচার নমরূদ ফিরআউনের উত্তরসূরী ফ্যাসিস্ট খুনী মাফিয়া পলাতক ভোটচোর হাসিনার জালিমশাহীর বিরুদ্ধে রাজপথের সম্মুখ সারির যোদ্ধা হাফেজ মোঃ মাহাজাবিল আল নাঈম খাঁনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ।

বরিশাল মহানগর উলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা প্রফেসর মোঃ সোলায়মান , মৌলভী শেখ মোঃ সাহেদ আলী , মাওলানা শামীম , মাওলানা এনায়েত হোসেন লোকমান , হুমায়ুন কবির প্রমুখ ।

বরিশাল মহানগর উলামা দলের ৩০ টি ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দ মহতি এই অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক সেনাপ্রধান দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বিএনপির

প্রতিষ্ঠাতা ১৯ দফা কর্মসূচীর প্রবক্তা সাবেক প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম , বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো সহ পতিত স্বৈরাচার নমরূদ ফিরআউনের উত্তরসূরী ফ্যাসিস্ট খুনী মাফিয়া পলাতক ভোটচোর হাসিনার জালিমশাহীর হাতে বিগত ১৭ বছরে গুম খুনের শিকার হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের রূহের মাগফিরাত সহ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পরিপূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় আয়োজিত বিশেষ মুনাজাতে অংশগ্রহণ করেন ।