নারী কেলেঙ্কারির ঘটনায় কাউনিয়া থানার এসআই মাহবুব ক্লোজড

News News

Desk

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালে নারী কেলেঙ্কারির ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাতে তাকে ক্লোজড করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত।

এরআগে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় রাব্বি খান নামের এক যুবকের স্ত্রীকে নিয়ে এসআই মাহবুব হোসেন ঘুড়তে গেলে তাদের হাতে-নাতে ধরেন।

এ সময় রাব্বি খান ও বন্ধুদের তোপের মুখে পড়ে ওই এলাকা ছাড়েন এসআই মাহবুব।

ঘটনাটি জানাজানি হলে এসআই মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

ওসি নাজুমল নিশাত বলেন- বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় বরিশাল নগরীর বেলস পার্কে ঘটে যাওয়া ঘটনা জানাজানি হলে এসআই মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এরআগেও এসআই মাহবুব হোসেন শিমুলের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির ঘটনা রয়েছে। প্রতিবারই সুকৌশলী মাহবুব ঘটনা ধামাচাপা দিতে সক্ষম হয়েছে।

তবে এবারের ঘটনা ধামাচাপা দিতে চাইলেও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম বিষয়টি সম্পর্কে অবহিত থাকায় শেষ রক্ষা হলো না এসআই মাহবুব হোসেন শিমুল।

রাব্বি খান জানান ,এসআই মাহবুব ও তার স্ত্রী কাবিরী দীর্ঘদিন যাবত অবৈধ সম্পর্কে লিপ্ত । বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় তাদের হাতে-নাতে ধরার ঘটনার পড়ে এসআই মাহবুব ও রাব্বি খানের স্ত্রী কাবিরী প্রান নাশের হুমকি দিয়ে যাচ্ছেন ।

রাব্বি খান সাংবাদিকদের আরও জানান, প্রান নাশের হুমকি এ ঘটনায় তিনি মামলা করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন ।