বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দুদকের অভিযানে ২ দালাল আটক News News Desk প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪ ছবি : সাজ্জাদ হোসেন হৃদয় চন্দ্রদ্বীপ ডেস্ক : বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে দুদকের বরিশাল অফিসের সহকারী পরিচালক রাজ কুমার সাহার ও খন্দকার কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল ওই অভিযানে অংশ নেয়। অভিযানে আটকরা হলেন- শাহিদা বেগম ও জাকির হোসেন। বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশন বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক এইচ এম আক্তারুজ্জামান বলেন, নিয়মবহির্ভূতভাবে কাজের অভিযোগ পেয়ে দুদক অভিযান চালিয়ে দুজন দালালকে আটক করেছে। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নেবেন। জানা যায়, বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে সেবাপ্রত্যাশীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছিলেন। দালাল চক্রের সঙ্গে ওই অফিসের কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা জড়িত বলে অভিযোগ রয়েছে। SHARES আইন আদালত বিষয়: