বরিশালের গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ আটক ২ News News Desk প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪ চন্দ্রদ্বীপ ডেস্ক : বরিশালের গৌরনদীতে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চার লাখ ২০ হাজার টাকা মূল্যের মাদকের চালান জব্দ করা হয়। আটককৃতরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর গ্রামের মুত খালেক মোল্লার ছেলে দুলাল মোল্লা (৪৫) ও বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের মৃত কালু বেপারীর ছেলে বেল্লাল হোসেন (৪২)। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারি দুলাল মোল্লাকে একটি লাল রংয়ের লাগেজে ৭টি পোটলায় ২ কেজি করে মোট ১৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে রাতেই বাবুগঞ্জ থেকে মাদক ব্যবসায়ী বেল্লাল হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় ১০ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের সোপর্দ করা হয়। পাশাপাশি উদ্ধারকৃত মাদকদ্রব্যের উৎস, গন্তব্য, অর্থ যোগানদাতা, মদদদাতাদের তথ্য সংগ্রহ করার লক্ষ্যে অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা থাকায় আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। SHARES আইন আদালত বিষয়: