বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা

News News

Desk

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৪

চন্দ্রদ্বীপ ডেস্ক : পানিবন্দী মানুষের চরম দুর্ভোগে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) এর কর্তৃপক্ষ ও সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার রাতে প্রায় ৬ লক্ষাধিক টাকার খাদ্য উপকরণ নিয়ে ইউজিভি’র শিক্ষার্থীরা বন্যা কবলিত এলাকার উদ্দেশ্যে যাত্রা করে।

শিক্ষার্থীরা জানান, বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ও বিভিন্ন ভাবে সহায়তার প্রায় ৬ লাখ টাকার খাদ্য সামগীর নিয়ে বিশ^বিদ্যালয়ের নিজস্ব বাস ও কাভার্ড ভ্যানে করে তারা বন্যা কবলিত এলাকায় যাচ্ছেন।

এসব কার্যক্রমে তাদের পাশে থেকে আর্থিক সহ মানসিক ভাবে সহযোগিতার জন্য ইউজিভি’র উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকি, বোর্ড অব ট্রাষ্টিজ’র চেয়ারম্যান ড. মোঃ ইমরান চৌধুরীকে ধন্যবাদ জানান তারা।

শনিবার দিনভর তাদের এ কার্যক্রমে উপস্থিত থেকে ইউজিভি’র উপাচার্য, বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ দেখভাল করেন।

শিক্ষার্থীরা জানান, তারা বন্যার্তদের জন্য মুড়ি, চিড়া, গুর, খেজুর, ওরস্যালাইন, মিনারেল ওয়াটার ২ লিটার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ২টা, ফিটকারী, বিস্কুট, ঔষধ, পাউডার দুধ সহ শিশুখাদ্য প্যাকেটজাত করে সরবরাহ করা হবে।