বহুমুখী পাইকারী কাঁচাবাজার আড়ৎদার ব্যবসায়ী কমিটি গঠন!সভাপতি দেলোয়ার মোল্লা ,সাধারণ সম্পাদক কবির

News News

Desk

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৪

স্টাফ রিপোর্টার: বহুমুখী পাইকারী কাঁচাবাজারের আড়ৎদারদের মিলনমেলা ও নতুন বাজার  কমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৪ জুলাই) নগরীর ডিসি ঘাট বহুমুখী পাইকারী কাঁচাবাজারের আড়ৎদারদের এই নতুন বাজার  কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন , সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার ।নবাগত কমিটির সভাপতি হিসেবে  হাজী মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, সাধারন সম্পাদক মোঃ কবির হাওলাদার নির্বাচিত হন।কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে মোঃ মাসুম মেম্বার, উপদেষ্টা শ্রী সুভাষ অধীকারী, মোঃ তোতা মিয়া, সিনিয়র সহ- সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া, সহ-সভাপতি মোঃ জামাল হাওলাদার , শ্রী গণেশ দত্ত, হাজী মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র -সাধারন সম্পাদক মোঃ শাহ আলম হাওলাদার, সাধারন সম্পাদক মোঃ সোহরাব শিকদার, মোঃ ইমরান হোসেন রনি সহ ৪৬ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড