বরিশালের শিশু কণ্যা ও বাবার গলাকাটা মরদেহ উদ্ধার ।

News News

Desk

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, জুন ১২, ২০২৪

চন্দ্রদ্বীপ ডেস্ক :বরিশালের কাউনিয়া এলাকা থেকে শিশু কণ্যা ও বাবার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের ধারনা পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যার পরে আত্মহত্যা করতে করেছে বাবা। তবে বিষয়টি তদন্ত করে বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছে পুলিশের ঊর্ধত্বন কর্মকর্তারা।

নিহতরা হলেন, নাঈম হাওলাদার ও তাঁর সাড়ে ৫ বছরের মেয়ে রাবেয়া রসরী রোজা। তারা বরিশাল নগরীর কাউনিয়া পানির ট্যাংকি এরাকার স্বপ্ন বিলাশ বাড়ির চতুর্থ তলার ভারাটিয়া ছিলেন।

বুধবার (১২ ই জুন) সকাল সাড়ে ৯ টার দিকে পুলিশ তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের স্বজনরা জানিয়েছে, নাঈম হাওলাদারের স্ত্রী অনা আক্তারের সাথে ডিবোর্স হয়।

এর পর থেকে অনা তার মেয়ে রোজাকে নিজের কাছে নিতে স্বামীকে চাপ দেয়।

এনিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ ছিল। আর নাঈম মানসিকভাবে বিকারগ্রস্থ ছিল।

বুধবার (১২ ই জুন) সকালে বাসার একটি রুমে তাদের গলাকাটা মরদেহ দেখতে পায় স্বজনরা।

পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে বটি ছিল।

ধারনা করা হচ্ছে বটি দিয়ে প্রথমে মেয়ে রোজাকে গলাকেটে ও পরে নিজে নিজের গলাকেটে আত্মহত্যা করেছে।

এবিষয়ে পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে এঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে বলা যাবে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি কাজ করছে ।


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড