তালতলীতে অনিবন্ধিত ক্লিনিক মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

News News

Desk

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪

অনলাইন ডেস্ক : বরগুনার তালতলী উপজেলায় অভিযান চালিয়ে অনিবন্ধিত ক্লিনিক চালানোর অভিযোগে এক ক্লিনিকের মালিকের ১ মাসের জেল ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত। এ সময় তার সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.সোহাগ।

তালতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার জানান, সরকারি নির্দেশনা মোতাবেক সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে উপজেলার লাউপাড়া নিউ লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

সেখানে নিবন্ধন ছাড়া ক্লিনিক চালানো ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ওই প্রতিষ্ঠানের মালিক কাম ম্যানেজার সাখাওয়াত হোসেনকে ১ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল দিয়েছেণ ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, ওই ক্লিনিকের বৈধ কাগজ না থাকায় অভিযান চালিয়ে ক্লিনিকের মালিককে জেল ও জরিমানা দেয়া হয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড