বরিশালের বাকেরগঞ্জে ৩টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

News News

Desk

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪

অনলাইন ডেস্ক : বরিশালের বাকেরগঞ্জে অভিযান চালিয়ে ৩টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে দুটি ইটভাটায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড ইনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা সুমির নেতৃত্বে মঙ্গলবার (২৩ জানুয়ারি) এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকারী দল সকাল থেকে দিনভর বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর এলাকায় এমআরবি ইটভাটা, কলসকাঠির উত্তর সাদিস গ্রামে মেসার্স যমুনা ব্রিকস এবং পূর্ব বাগদিয়া গ্রামে ২ স্টার ব্রিকসে অভিযান চালায়।

এ সময় ৩টি ভাটার ফিক্সড চিমনী ভেঙ্গে ফেলা হয় এবং নতুন প্রস্তুতকৃত ইট গুড়িয়ে দেয় তারা। একই সঙ্গে এমআরবি ইটভাটা থেকে ২০ হাজার এবং মেসার্স যমুনা ব্রিকস থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এপিবিএন, রেঞ্জ পুলিশ এবং ফায়ার সার্ভিস অভিযানে সহায়তা করে।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক এএইচএম রাশেদ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন