বরিশালে মহিলা আওয়ামী লীগের পৃথক মানববন্ধন অনুষ্ঠিত News News Desk প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩ ছবি : সাজ্জাদ হোসেন হৃদয় অনলাইন ডেস্ক : বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড, পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর হামলা এবং গণপরিবহনে অগ্নিসংযোগের প্রতিবাদে বরিশালে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ এবং কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে নবনির্বাচিত মেয়র অনুসারী মহিলা লীগ মানববন্ধনের আয়োজন করে। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি ফেরদৌস জাহান মুন্নি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন্নাহার মেরী, সাবিনা ইয়াসমিন ও সালমা আক্তারসহ অন্যান্যরা। অপরদিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মানববন্ধন করে সিটি কপোরেশনের নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত অনুসারী সমর্থিত মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীরা। সূত্র : বিডিক্রাইম SHARES প্রচ্ছদ বিষয়: