
অনলাইন ডেস্ক : বিএনপির ডাকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন সকাল থেকে বরিশালে লঞ্চ-বাস চলাচল করছে। তবে এসব যানে যাত্রী সংখ্যা ছিল কম।
মঙ্গলবার (৩১ অক্টোবর)বেলা ১১টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এছাড়া অবরোধের আগের রাতে ঢাকায় পুলিশের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগসহ বিভিন্ন মামলায় বরিশাল নগরী থেকে ৯ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বাসশ্রমিক নেতা সেলিম বলেন, নিয়মানুযায়ী বাস চললেও যাত্রী কম। যান চলাচলে কোনো বাধা নেই।

ছবি : সাজ্জাদ হোসেন হৃদয়
বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, স্বাভাবিকভাবেই লঞ্চ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাতে নিয়মঅনুযায়ী ঢাকার উদ্দেশে দুটি লঞ্চ ছেড়ে যাবে। তবে যাত্রী কম বলে জানান তিনি।
বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, স্বাভাবিক নিয়মে বরিশালে যানবাহন চলছে। এখন পর্যন্ত বরিশালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।