বরিশালে অভিযানে গিয়ে জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা আহত

News News

Desk

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩

অনলাইন ডেস্ক : প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ নিধন বন্ধে বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে অভিযানে গিয়ে জেলেদের হামলায় অতুল জোয়াদ্দার নামে এক মৎস্য কর্মকর্তা আহত হয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসিরউদ্দিন জানিয়েছেন।

আহত অতুল জোয়াদ্দার উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা পদে কর্মরত রয়েছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসিরউদ্দিন জানান, দুপুর দেড়টার দিকে সন্ধ্যা নদীর নলশ্রী পূর্ব দিদিহার সংযোগ খালে প্রবেশ করেন। এ সময় জেলেরা তাদের লক্ষ্য করে এলোপাতারিভাবে ইট নিক্ষেপ শুরু করেন।

একটি ইট এসে অতুল জোয়াদ্দারের মাথায় লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেওয়া হয়েছে।

মৎস্য কর্মকর্তা নাসিরউদ্দিন আরও বলেন, হামলায় আমিও ইটের আঘাত পেয়েছি। তবে গুরুতর আহত হইনি।

নাসিরউদ্দিন বলেন, এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে বানারীপাড়া থানায় মামলা করেছেন। মামলায় নামধারী ৮ জন ও অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হচ্ছে।

আসামির বিরুদ্ধে সরকারি কাজে বাধা, দায়িত্ব পালনকালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করে গুরুতর ও সাধারণ জখম করার অভিযোগ আনা হয়েছে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম