নেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় কুকুর ‘চিমস’র মারা গেছে

News News

Desk

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৩

অনলাইন ডেস্ক : ক্যানসারে আক্রান্ত হয়ে শুক্রবার (১৮ আগস্ট) ১২ বছর বয়সে মারা গেছে ইন্টারনেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় মিম কুকুর ‘চিমস’।

চিমসের মালিকরা জানান, শুক্রবার (১৮ আগস্ট) অস্ত্রোপচারের সময় তার মৃত্যু হয়। ৬ মাস ধরে ক্যান্সারে ভুগছিল চিমস।

শনিবার (১৯ আগস্ট) চিমসের মালিক ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান।

ইনস্টাগ্রাম পোস্টে কুকুরটির মৃত্যুর খবর জানিয়ে মালিকরা লেখেন, মন খারাপ করবেন না। সে আমাদের কতটা আনন্দ দিয়েছে, তা মনে রাখুন। মনে করে দেখুন, করোনাকালে সে কীভাবে মানুষের মন ভালো রাখতে সাহায্য করেছে। বলটজ আকাশে নতুন বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। সেখানেও নিশ্চয় ভালো ভালো খাবার খাচ্ছে সে।

২০১০-এর দশকের মাঝামাঝি সময়ে জনপ্রিয় হয়ে ওঠে পাপ বলটজ নামে বিখ্যাত কুকুরটি। ওই সময় অনলাইনে তার মজার মজার সব ছবি ভাইরাল হয়ে যায়। পরে বিশেষ বিশেষ পরিস্থিতিতে অস্বস্তি বা দুর্বলতা প্রকাশের দারুণ মাধ্যম হয়ে ওঠে তার ছবি।

মূলত, করোনাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি ভাইরাল হয়ে ওঠে চিমস। তার গোল মুখ, সঙ্গে অদ্ভুত হাসি মন জিতে নিয়েছিল সবার। তার সত্যিকারের ছবি থেকে বানানো অ্যানিমেটেড ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।