৩২ বছর পর একসঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চন-রজনীকান্তকে News News Desk প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩ অনলাইন ডেস্ক : বক্স অফিসে বাজিমাত করেছে রজনীকান্তের ‘জেলার’ সিনেমা। সপ্তাহান্তেই আয় করেছে আটশো কোটি রুপি। এরমধ্যেই তিনি নতুন ছবির পরিকল্পনা করছেন। শোনা যাচ্ছে, আসছে সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে, যেখানে তাকে দেখা যাবে পুলিশের চরিত্রে। সূত্রের খবর, ছবিতে থাকবে বেশ কিছু চমক। রজনীকান্তের সঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও। ছবিতে খল চরিত্রে অভিনয় করবেন বিগ বি। সর্বশেষ ৩২ বছর আগে একসঙ্গে বড় পর্দায় গিয়েছিল রজনীকান্ত এবং অমিতাভকে। পরিচালক মুকুল এস আনন্দ পরিচালিত ‘হাম’ ছবিতে অভিনয় করেছিলেন তারা। এখন শুধুই দুই মহাতারকাকে আবার একসঙ্গে দেখার অপেক্ষা। SHARES আন্তর্জাতিক বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড