সীমানার শারীরিক অবস্থার অবনতি, হাসপাতাল পরিবর্তন News News Desk প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, মে ৩০, ২০২৪ অনলাইন ডেস্ক : গেল ৯ দিনেও জ্ঞান ফেরেনি অভিনেত্রী রিশতা লাবনী সীমানার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এই অভিনেত্রীকে বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে এই অভিনেত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করে ভেন্টিলেশনে শেষ চেষ্টা হিসেবে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এর আগে আট দিন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সীমানা। এমনটাই জানিয়েছেন সীমানার ভাই এজাজ বিন আলী। ৯ দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণের পর এই অভিনেত্রীর সার্জারি করা হয়। তার পর থেকেই তিনি আইসিইউতে। এর মধ্যে জটিল আকার ধারণ করেছে কিডনি সমস্যা। এখন সমস্যা আরও বাড়ছে বলে জানান এজাজ। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন সীমানা। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। পরে নাটকেও অভিনয় শুরু করেন। হঠাৎ ২০১৬ সাল থেকে অভিনয়ে বিরতি। পরে জানা যায়, মা হওয়ার জন্যই এই বিরতি। দুবার মা হওয়ার কারণে তার এই দীর্ঘ বিরতি। বিরতি ভেঙে গেল বছর আবার নাটকে অভিনয় শুরু করেন। SHARES বিনোদন বিষয়: