
নিজস্ব প্রতিবেদক : মো : তানজিল ইসলাম ঢালী (সভাপতি), হাসিবুল হাসান শান্ত কে (সাধারণ সম্পাদক) করে মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে বরিশাল মহানগর বন্দর থানা ছাত্রলীগ।
শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৫ টায় ছাত্রলীগ বরিশাল মহানগর, বন্দর থানা ছাত্রলীগের আহ্বায়ক জিৎ দাস ও বরিশাল মহানগর, বন্দর থানা ছাত্রলীগের সদস্য রায়হান খান কমিটি ঘোষণা করেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই আহ্বায়ক কমিটির মেয়াদ থাকবে আগামী এক বছর।
এর আগে বরিশাল মহানগর, বন্দর থানা শাখার এক জরুরি সিন্ধান্ত মোতাবেক পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সদ্য ঘোষিত কমিটির সভাপতি মো : তানজিল ইসলাম ঢালী, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত সহ সকল সদস্য বৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে নতুন এই কমিটি কাজ করবে।
কমিটির সহ সভাপতি ও সহ সাধানর সম্পাদক হলেন –
সিনিয়র সহ-সভাপতি : এইচ এম রুহুল আমিন
সহ-সভাপতি : মো: রাকিব সিকদার
সহ-সভাপতি : আরিফুর রহমান
সহ-সভাপতি : মোঃ মাসুদ মোল্লা
সহ-সভাপতি : মো: সুজন আকন
সহ-সভাপতি : মোঃ তানজিল ইসলাম
সহ-সভাপতি : মো: স্বাধীন ঢালী
সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক : মো: বাহাদুর রাড়ী
যুগ্ম-সাধারন সম্পাদক : মো: তরিকুল জামান (সিজার)
যুগ্ম-সাধারন সম্পাদক : মো: সায়েম ঢালী
যুগ্ম-সাধারন সম্পাদক: মো: মিথুন চৌকিদার
যুগ্ম-সাধারন সম্পাদক : মো: সিয়াম হাওলাদার
সাংগঠনিক সম্পাদক : মো: আরিফ হাওলাদার
সহ-সাংগঠনিক সম্পাদক : মাসুদ রানা হাওলাদার
দপ্তর সম্পাদক : মারজান হাওলাদার
সহ দপ্তর সম্পাদক : হানিফ ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হলেন-
সদস্য : হিরন আহাম্মেদ খান
সদস্য : মোঃ তারেক ইসলাম
সদস্য : মোঃ রিয়ান হাওলাদার
সদস্য : মোঃ ফয়সাল হোসেন
সদস্য : আমিনুল ইসলাম বুলবুল
সদস্য : মোঃ নাহিদ হাওলাদার
সদস্য : মোঃ মাহাতাফ মৃধা
সদস্য : সিয়াম হাওলাদার
সদস্য : ইমন সিকদার
সদস্য : ইমন চৌকিদার
সদস্য : মোঃ রাজিব হাওলাদার
সদস্য: মোঃ ইমন মোল্লা