বরিশালে বন্ধ কলকারখানা চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত News News Desk প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৩ ছবি : শহিদুল ইসলাম সুজন অনলাইন ডেস্ক : দেশের বন্ধ ২৬টি পাটকল ও ছয়টি চিনি কলসহ সব বন্ধ কলকারখানা রাষ্ট্রীয় মালিকানায় চালু এবং শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা কমিটির আয়োজনে বরিশাল নগরের সদর রোডে ফেডারেশনের কালো দিবস উপলক্ষে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক জলিলুর রহমান, ক্ষেত মজুর কেন্দ্রীয় কমিটি সদস্য হারুন অর-রশিদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ অজিজুর রহমান খোকন, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সম্পাদক আমির আলী, শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির সদস্য বিরেন রায় প্রমুখ। বক্তারা বলেন, ২০২০ সালে সরকার লোকসান ও পুরাতন কলকারখানার অজুহাত দেখিয়ে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেওয়ার কারণে ৪০ হাজার পাটকল শ্রমিক আজ বেকার হয়ে পড়েছেন। তারা পরিবার-পরিজন নিয়ে আজ মানবেতর জীবন-যাপন করছেন। ফলে বন্ধ সব কলকারখানা পুনরায় চালুসহ শ্রমিকদের বকেয়া পরিশোধের তারা দাবি জানান। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES প্রচ্ছদ বিষয়: