ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

News News

Desk

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৩

অনলাইন ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল লাতিন আমেরিকার দেশ মেক্সিকো। শুক্রবার (১৪ জুলাই) দেশটির চিয়াপাস উপকূলে এ ভূমিকম্প আঘাত হেনেছে।

রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

বেসরকারি সুরক্ষা দপ্তর জানিয়েছে, তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানা যায়নি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড