
নিজস্ব প্রতিবেদক : নগরীর হাটখোলা এলাকায় ঘনবসতিপূর্ণ গগণগলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি ঘর পুরোপুরি পুড়ে গেছে এবং দমকলের পানিতে আরও বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার ১৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। তবে তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্নয় করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন, বরিশাল সদর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আব্বাস উদ্দিন।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম থেকে জানানো হয়েছে, ‘রাত ৮টা ৩৫ মিনিটে গগণগলিতে অগ্নিকাণ্ডের খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ৯টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শী গগণগলির বাসিন্দা রাজিব জানিয়েছেন, ‘হঠাৎ করেই আগুন আগুন বলে চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যাই। যেখানে আগুন লেগেছে সেটা ঘনবসতিপূর্ণ এলাকা। যে কারণে মূহুর্তের মধ্যেই আগুন এক ঘর থেকে অপর ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাবার আগেই আগুনে অনেক ঘর পুড়ে যায়।
বরিশাল সদর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আব্বাস উদ্দিন বলেন, ‘আগুনে ৪টি বসতঘর একেবারে পুড়ে গেছে।
এছাড়া আগুণ নিয়ন্ত্রণের সময় দমকলের পানিতে আর বেশ কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।