বরিশালকে মডেল শহর হিসেবে গড়ে তুলবো : মেয়রপ্রার্থী ফয়জুল

News News

Desk

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুন ৫, ২০২৩

অনলাইন ডেস্ক : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বরিশালের নাগরিকবৃন্দ এর আগে বার বার প্রতারিত হয়েছেন। এবার হাতপাখায় আস্থা রেখে দেখুন, বরিশালকে দেশের মধ্যে মডেল শহর হিসেবে গড়ে তুলবো।

সোমবার (৫ জুন) দুপুরে নগরীর ১০ নং ওয়ার্ড বরফকল ও কেডিসি এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, আমি নির্বাচিত হলে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে বরিশাল পরিকল্পিতভাবে সবুজায়ন করবো। বর্ধিত এলাকা নিয়ে আমার বিশেষ প্ল্যান রয়েছে। বর্ধিত এলাকার মানুষ চলাচলের জন্য প্রশস্ত রাস্তা, যথাযথ পয়োনিষ্কাশন ব্যবস্থা, মশক নিধনে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

আমি নির্বাচিত হতে পারলে এসব অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবো। মানুষ যেন শতভাগ বিদ্যুৎ সুবিধা পায় এবং জলাবদ্ধতায় না ভোগে তার ব্যবস্থা করবো।

ফয়জুল করীম বলেন, সিটি কর্পোরেশনের মেয়রের অন্যতম কর্তব্য হলো নগরীর সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এতদিনেও বরিশালের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা হয়নি। আমি বিজয়ী হলে সর্বস্তরের নাগরিকদের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।