বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডে শুভেচ্ছা বিনিময় করেন ইসমত আরা ইকবাল

News News

Desk

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩
ছবি : সাজ্জাদ হোসেন হৃদয়

নিজস্ব প্রতিবেদক : আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এর সহধর্মিণী ইসমত আরা ইকবাল নগরীর ১০ নং ওয়ার্ডে গণসংযোগ করেন।

মঙ্গলবার (২৩ মে) নগরীর ১০ নং ওয়ার্ড কেডিসি রাজ্জাক স্মৃতি কলোনিতে গণসংযোগ ও ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ইসমত আরা ইকবাল।

শুভেচ্ছা বিনিময় কালে ইসমত আরা ইকবাল বলেন একটি আধুনিক ও উৎপাদনমুখী নগরী বিনির্মাণে বিসিসি নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এর জন্য দোয়া ও সমর্থন কামনা করেন ।

তিনি আরো বলেন,কেডিসির কলোনীর অলিতে-গলিতে হাটারও পরিবেশ নেই। এখানকার মানুষদের হাজারো সমস্যায় জর্জরিত। সবাইকে আধুনিক সুযোগ সুবিধা দেওয়া হবে।আপনারা আমাদের পাশে থাকুন।শুভেচ্ছা বিনিময়কালে বয়স্কনারী ও শিশুদের ব্যাক্তিগত খোঁজ খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন, “বরিশাল ফরএভার লিভিং সোসাইটির পরিচালক এস এম ইমামুল হাসান শামীম, গণ সংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, খোরশেদ আলম, হাফিজা আক্তার রিমি, লামিয়া,সঙ্গীতা দাস,শিমু আক্তার প্রমুখ।